Looking for the legacy site? Click here
নার্ভাস সিস্টেম (Nervous system): নিউরোন নামক বিশেষ কোষগুলির একটি নেটওয়ার্ক যা প্রাণীর ক্রিয়াকলাপকে সমন্বিত করে এবং দেহের বিভিন্ন অংশে এবং সংকেত পাঠায়।
বয়ঃসন্ধি (Puberty): শিশু থেকে প্রাপ্ত বয়স্কে পরিবর্তন যখন শরীর সন্তান উৎপাদন করতে সক্ষম হয়।
liver and kidneys
বৃক্কএবংযকৃৎ

হরমোন

কল্পনা করো যে তুমি অ্যাড্রিনাল গ্রন্থগুলির ভিতরে থাকা একটি কোষের মধ্যে সংবদ্ধ হয়ে যাবে যা  বৃক্কের  ওপরে অবস্থিত। এখন তুমি পেটের ডানদিকে অবস্থিত যকৃৎটিকে বলতে চাও চিনি তৈরি শুরু করতে। তুমি এটি কিভাবে করবে?

স্বাভাবিকভাবেই একটি উপায় হলো রক্তপ্রবাহের মাধ্যমে যকৃৎটিকে একটি বার্তা পাঠানো। রক্ত সংবহনএর মাধ্যমে তোমার দেহের সমস্ত অংশের মধ্যে দিয়ে পরিবাহিত হয়। কোনো বোতলে একটি বার্তা রেখে এবং নদীর মধ্যে তা  ফেলে দেওয়ার মত তোমার অ্যাড্রিনাল গ্রন্থিগুলো রক্ত প্রবাহে হরমোন নামক একটি ক্ষুদ্র অনুর অনুপ্রবেশ ঘটাতে পারে যা তাদেরকে বার্তা প্রেরণ করবে। এই কারণেই হরমোনকে রাসায়নিক সমন্বয়সাধনকারী বা বার্তাদুত বলা হয়।

স্নায়ুতন্ত্র হলো তোমার দেহের অঙ্গগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন করার এক অন্য পথ,তবে রক্তে রাসায়ানিক বার্তাবাহক প্রেরণের পরিবর্তে স্নায়ু গুলি সারা শরীর জুড়ে প্রসারিত হয় এবং শারীরিক ভাবে বিভিন্ন অংশকে সংযুক্ত করে। এগুলিকে তুমি তোমার মস্তিষ্কের অগ্রভাগ এবং পশ্চাৎভাগ থেকে সংকেত বহনকারী টেলিফোনের লাইন হিসাবে কল্পনা করতে পারেন। স্নায়ুতন্ত্র এবং হরমোনতন্ত্র একসাথেই কাজ করে।এবং অনেক হরমোন তোমার মস্তিষ্কের যে অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে হাইপোথ্যালামাস বলে।

এমন একটি হরমোন যার সম্বন্ধে তুমি শুনে থাকবে তার নাম টেস্টোস্টেরন।যদিও ছেলে এবং মেয়ে উভয়ের শরীরে টেস্টোস্টেরন বর্তমান কিন্তু বয়ঃ সন্ধির পর ছেলের শরীরে এর পরিমাণ বেশি থাকে। টেস্টোস্টেরনের বিভিন্ন প্রভাব বর্তমান যেমন দাড়ি ও পেশীর বৃদ্ধিতে সহায়তা করে। এই কারণেই সময় বিশেষ টেস্টোস্টেরনকে। পুরুষ হরমোন বলা হয়ে থাকে।

Sonogram
এই চিত্রটিতে পাখির ডাকের একটি সোনোগ্রাম দেখানো হয়েছে।রুফাস উইংড স্প্যারোর গান শোনার জন্য ফাইলটি ডাউনলোড করুন।

টেস্টোস্টেরণ হরমোনটি পুরুষদের গান গাইতে সহায়তা করে। বসন্তকালে গানের মাধ্যমে পুরুষ পাখি মহিলা পাখিদের আকর্ষণ করে এবং অন্যান্য পুরুষ পাখিদের তাদের অঞ্চল থেকে দূরে থাকতে বলে।আমাদের কাছে  এটা ভালো শুনতে লাগলেও পুরুষ পাখিদের কাছে যেরকম শুনতে লাগতে পারে, “শোনো মক্কেল আমার অধিকারের সীমানা থেকে দূরে থাকো।

যে কোনো মুহূর্তে তোমার শরীরে অনেক হরমোনরা ঘুরে বেড়ায় তারা আপনাকে মানষিক চাপের সাথে মুকাবিলা করতে এবং তোমার শরীরে তাপমাত্রা বা জলের পরিমাণকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।হরমোনগুলো তোমার জীবনের গুরত্বপূর্ণ দশা যেমন বয়সন্ধি এবং প্রজননকেও নিয়ন্ত্রণ করে। এবং এগুলো এমনকি তোমার মেজাজ ও  আচরণে প্রভাব ফেলতে পারে।এই সকল ঘটনাগুলি  হরমোনগুলিকে জীব বিজ্ঞান ও চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ করে তোলে।

জানতে আরও পড়ুন: বৃষ্টির মধ্যে গান
লেখকের নাম পরিবর্তন করার প্রয়োজন হতে পারে
https://askabiologist.asu.edu/bengali/hrmon

গ্রন্থপঞ্জি:

  • নিবন্ধ: হরমোন
  • লেখক: Dr. Biology
  • প্রকাশক: Arizona State University School of Life Sciences Ask A Biologist
  • সাইটের নাম: ASU - Ask A Biologist
  • প্রকাশের তারিখ: 19 Sep, 2020
  • যখন এটি শেষ দেখা হয়েছে:
  • লিঙ্ক: https://askabiologist.asu.edu/bengali/hrmon

APA Style

Dr. Biology. (Sat, 09/19/2020 - 16:46). হরমোন. ASU - Ask A Biologist. Retrieved from https://askabiologist.asu.edu/bengali/hrmon

American Psychological Association. For more info, see http://owl.english.purdue.edu/owl/resource/560/10/

Chicago Manual of Style

Dr. Biology. "হরমোন". ASU - Ask A Biologist. 19 Sep 2020. https://askabiologist.asu.edu/bengali/hrmon

MLA 2017 Style

Dr. Biology. "হরমোন". ASU - Ask A Biologist. 19 Sep 2020. ASU - Ask A Biologist, Web. https://askabiologist.asu.edu/bengali/hrmon

Modern Language Association, 7th Ed. For more info, see http://owl.english.purdue.edu/owl/resource/747/08/

একটি টেস্টোস্টেরন অণুর মডেল । লাল বলগুলি হল অক্সিজেন অণু।

Be Part of
Ask A Biologist

By volunteering, or simply sending us feedback on the site. Scientists, teachers, writers, illustrators, and translators are all important to the program. If you are interested in helping with the website we have a Volunteers page to get the process started.

Donate icon  Contribute

Share